19
মিশরের বিরুদ্ধে এক ভবিষ্যদ্বাণী
1 মিশরের বিরুদ্ধে এক ভবিষ্যদ্বাণী,
দেখো, সদাপ্রভু এক দ্রুতগামী মেঘে আরোহণ করে
মিশরে আসছেন।
মিশরের প্রতিমাগুলি তাঁর সামনে কম্পিত হবে,
আর মিশরীয়দের হৃদয় তাদের অন্তরেই দ্রবীভূত হবে।
2 “আমি মিশরীয়দের বিরুদ্ধে মিশরীয়দের উত্তেজিত করব,
ভাই ভাইয়ের বিরুদ্ধে,
প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে,
নগর নগরের বিরুদ্ধে,
রাজ্য রাজ্যের বিরুদ্ধে সংঘর্ষ করবে।
3 মিশরীয়েরা সাহস হারিয়ে ফেলবে,
আর আমি তাদের পরিকল্পনাগুলি নিষ্ফল করে দেব;
তারা প্রতিমাদের ও মৃত লোকেদের আত্মার সঙ্গে,
প্রেতমাধ্যম ও গুনিনদের সঙ্গে পরামর্শ করবে।
4 আমি এক নিষ্ঠুর মনিবের হাতে
মিশরীয়দের সমর্পণ করব,
এক উগ্র রাজা তাদের উপরে শাসন করবে,”
প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।
5 নদীর সমস্ত জলরাশি শুকিয়ে যাবে,
নদীতট চরা পড়ে শুকনো হয়ে যাবে।
6 খালগুলি থেকে দুর্গন্ধ বের হবে;
মিশরের স্রোতোধারাগুলি ক্ষয় পেতে পেতে শুকিয়ে যাবে।
নলবন ও খাগড়াও শুকনো হবে,
7 শুকনো হবে নীলনদের তীরে, নদীমুখের ধারে স্থিত সব গাছপালা।
নীলনদের তীরে সমস্ত বীজ লাগানো মাঠ শুকনো হয়ে যাবে,
সেগুলি বাতাসে উড়ে যাবে, আর থাকবে না।
8 জেলেরা আর্তনাদ ও বিলাপ করবে,
যারা নীলনদে বড়শি ফেলে,
যারা জলের মধ্যে তাদের জাল ফেলে,
তারা সব দুঃখে শীর্ণ হবে।
9 যারা পরিষ্কার করা শণ দিয়ে কাজ করে, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে,
যারা সূক্ষ্ম মসিনার কাপড় বোনে, তারা নিরাশ হবে।
10 তাঁতিরা নিরুৎসাহ হবে,
বেতনজীবীরা তাদের প্রাণে দুঃখ পাবে।
11 সোয়নের রাজকর্মচারীরা মূর্খ ছাড়া কিছু নয়;
ফরৌণের বিজ্ঞ পরামর্শদাতারা অর্থহীন পরামর্শ দেয়।
তোমরা কেমন করে ফরৌণকে বলতে পারো,
“আমি বিজ্ঞ ব্যক্তিদের মধ্যে অন্যতম,
প্রাচীন রাজগণের এক শিষ্য?”
12 তোমার বিজ্ঞ ব্যক্তিরা এখন কোথায়?
তারা তোমাকে দেখাক ও জ্ঞাত করুক
সর্বশক্তিমান সদাপ্রভু মিশরের বিরুদ্ধে
কী পরিকল্পনা করেছেন।
13 সোয়নের কর্মচারীরা মূর্খ হয়েছে,
মেম্ফিসের* 19:13 হিব্রু: নোফ। নেতারা প্রতারিত হয়েছে;
তাদের জাতির কোণের পাথরগুলি
মিশরকে বিপথে চালিত করেছে।
14 সদাপ্রভু তাদের উপরে
এক হতবুদ্ধিকর আত্মা ঢেলে দিয়েছেন;
মত্ত ব্যক্তি যেমন তার বমির উপরে গড়াগড়ি দেয়,
তারাও মিশরকে তার সব কাজে টলোমলো করেছে।
15 মিশর আর কিছুই করতে পারে না,
তাদের মাথা বা লেজ, খেজুরডাল বা নলখাগড়া, কেউই না।
16 সেদিন মিশরীয়েরা স্ত্রীলোকের মতো হবে। সর্বশক্তিমান সদাপ্রভু তাদের বিরুদ্ধে যে হাত তুলবেন, তা দেখে তারা ভয়ে শিউরে উঠবে। 17 যিহূদার দেশ মিশরীয়দের উপরে আতঙ্ক নিয়ে আসবে; যার কাছেই যিহূদার কথা উল্লেখ করা হবে, সে আতঙ্কগ্রস্ত হবে, কারণ সর্বশক্তিমান সদাপ্রভু তাদের বিরুদ্ধে পরিকল্পনা করেছেন।
18 সেদিন, মিশরের পাঁচটি নগর কনান দেশের ভাষা বলবে ও সর্বশক্তিমান সদাপ্রভুর প্রতি আনুগত্যের শপথ নেবে। সেগুলির মধ্যে একটির নাম হবে, ধ্বংসের নগর† 19:18 কিছু পুরোনো পুঁথিতে, “সূর্যনগর।”।
19 সেদিন, মিশর দেশের কেন্দ্রস্থলে সদাপ্রভুর উদ্দেশে একটি বেদি নির্মিত হবে এবং তার সীমানায় সদাপ্রভুর এক স্মৃতিস্তম্ভ নির্মিত হবে। 20 মিশর দেশে সর্বশক্তিমান সদাপ্রভুর উদ্দেশে এটি হবে একটি নিদর্শন ও সাক্ষ্যস্বরূপ। তাদের নিপীড়নকারীদের জন্য যখন তারা সদাপ্রভুর কাছে কাঁদবে, তিনি তখন তাদের কাছে একজন পরিত্রাতা ও রক্ষককে পাঠিয়ে দেবেন। তিনি তাদের উদ্ধার করবেন। 21 এভাবে সদাপ্রভু মিশরীয়দের কাছে নিজের পরিচয় দেবেন, আর সেদিন তারা সদাপ্রভুকে স্বীকার করবে। তারা বিভিন্ন বলি ও ভক্ষ্য-নৈবেদ্য নিয়ে তাঁর উপাসনা করবে; তারা সদাপ্রভুর উদ্দেশে শপথ করে তা পালন করবে। 22 সদাপ্রভু এক মহামারির দ্বারা মিশরকে আঘাত করবেন; তিনি তাদের আঘাত করবেন ও আরোগ্যতা দেবেন। তারা সদাপ্রভুর প্রতি ফিরে আসবে, আর তিনি তাদের আবেদন শুনে তাদের রোগনিরাময় করবেন।
23 সেদিন মিশর থেকে আসিরিয়া পর্যন্ত এক রাজপথ নির্মিত হবে। আসিরীয়েরা মিশরে যাবে ও মিশরীয়েরা আসিরিয়া যাবে। মিশরীয়েরা ও আসিরীয়েরা একসঙ্গে উপাসনা করবে। 24 সেদিন মিশর ও আসিরিয়ার সঙ্গে তৃতীয় দেশরূপে ইস্রায়েল পৃথিবীর আশীর্বাদস্বরূপ হবে। 25 সর্বশক্তিমান সদাপ্রভু তাদের একথা বলে আশীর্বাদ করবেন, “আমার প্রজা মিশর, আমার হাতে গড়া আসিরিয়া ও আমার অধিকারস্বরূপ ইস্রায়েল আশীর্বাদধন্য হোক।”